More

    লঞ্চ থেকে পড়ে মুসুল্লি নিখোঁজ

    অবশ্যই পরুন

    ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ থেকে নদীতে পড়ে সাইফুল বিশ্বাস (২৬) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

    শুক্রবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বিজ ভান্ডারের কাছে তেঁতুলিয়া নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

    জানা গেছে, ঢাকায় তরমুজ বিক্রি শেষে বাবা ও ভাইয়ের সঙ্গে লঞ্চে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইফুল। পথে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদী পার হওয়ার সময় ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনে ওযু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

    নিখোঁজ সাইফুলকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ওই নদীতে অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরাও ট্রলারে খোঁজ করছেন। তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

    রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, রাঙ্গাবালীর নিখোঁজ যাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। এ বিষয়ে দশমিনা থানায় সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে থাকবে রাজনৈতিক দল

    অনলাইন ডেস্ক: বরিশাল জেলার উজিরপুরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে...