কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরগুনা জেলা বিএনপির মানববন্ধন অনুষ্টিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বেলা ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহবায়ক মোঃ মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা সহ বিএনপির ও তার অঙ্গ সংগঠন।
বিদ্যুতের অস্বাবাবিক মূল্য বৃদ্ধি,চাল- ডাল- তেল- কৃষি উপকরন- শিক্ষা উপকরনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ সকল দাবী আদায় লক্ষ্যে মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি,জেলা যুবদল,জেলা ছাত্রদল,জেলা মহিলা দল বিএনপি দল, জেলা শ্রমিকদল এবং সকল অঙ্গসংঠন গুলো।
এ সময় বক্তিতা রাখেন।