অনলাইন ডেস্ক: সম্প্রতি ভারতের দিল্লিতে হোলির উৎসবে জাপানের এক নারী পর্যটক যৌন হেনস্থা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে দিল্লি পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় পুলিশ জানিয়েছেন, ভুক্তভোগী নারী এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। তবে তিনি গতকাল বাংলাদেশে চলে গেছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ওই নারী টুইট করেছেন তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন।
এনডিটিভি বলছে, হোলি উৎসবের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষুদ্ধ হয়ে যায় নেটিজানরা। তারা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা ওই নারীকে জোরজবরদস্তি করে ধরছেন এবং রঙ মাখিয়ে দিচ্ছেন। এ ছাড়া এক কিশোরকে ওই নারীর মাথায় ডিম ভেঙে দিতেও দেখা গেছে। এরপর একজন ওই জাপানি পর্যটককে জড়িয়ে ধরতে গেলে তিনি থাপ্পড় মারেন এবং তিনজনের থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যান।
দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই নারী মধ্য দিল্লির পাহাড়গঞ্জে ছিলেন। অন্যদিকে অভিযুক্তরা পাহাড়গঞ্জ এলাকারই বাসিন্দা। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।