বিজয় দিবসে বাকেরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পাকিস্তানী হানাদার বাহিনীর পরাধীনতার গ্লানি থেকে ( ৯) নয় মাস রক্ত ক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের মুক্তিকামী দামাল ছেলেরা স্বাধীন দেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের জনগন একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে পরিচয় দিতে পেরেছে।
বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিজয় দিবস স্মরণে দিন ব্যাপী কর্মসূচি পালন করছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন বিজয় দিবস স্মরণে এক বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে নেতৃত্ব দেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রটারী ও (বাকেরগঞ্জ ৬ ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
র্যালিটি বাকেরগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, মাওলানা আবুল হোসেন বক্তব্য রাখেন।
