More

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থীদের ধস্তাধস্তি

    অবশ্যই পরুন

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে বুধবার ভোটগ্রহণ শুরু হয়নি। এদিন আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাঙ্গামা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামের (ভোট কেন্দ্র) ভেতরে এ ঘটনা ঘটে।

    সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মনোনীত সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুসের সঙ্গে কথা বলেন নির্বাচন পরিচালনা উপ-কমিটির এক সদস্য। অন্যদিকে উপ-কমিটি বারবার প্রার্থীদের নির্ধারিত স্থানে যেতে বলেছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ‘হ্যাঁ, হ্যাঁ’ বলে চিৎকার করেন।

    এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত এক আইনজীবীর সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে এবারের নির্বাচনে রাষ্ট্রপতি প্রার্থী।

    কিছুক্ষণ পর বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন বলেন, কমিশনের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো নির্বাচন হবে না।

    এ সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা ‘হ্যাঁ, হ্যাঁ’ বলে চিৎকার করেন। পক্ষে-বিপক্ষে শুরু হয় হৈ চৈ। কিছুক্ষণ চলল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...