More

    ঝালকাঠিতে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট

    অবশ্যই পরুন

    ঝালকাঠি বীরশ্রেষ্ট শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন-জাহাঙ্গীর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করেন। এই টুর্নামেন্টে জেলার ৪টি বিদ্যালয় দল ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি উপজেলার মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় দল লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। রবিবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ও উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম ম্যাচে সরকারি বালক বিদ্যালয় উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। টসে জিতে উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় ব্যাটিং নেয় তারা ১১৪ রান করে অলআউট হয়। জবাবে খেলতে নেমে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২ উইকেট হারিয়ে ১১৫ রান করে ৮ উইকেটে জয় পায়।
    উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তরুন কর্মকার, এই টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও ক্রিকেট কোচ মানিক রায়, নির্বাহী সদস্য হানিফ মাহমুদ জেলার ক্রিকেট কোচ আক্তারুজ্জামান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না ওষুধ কম্পানির প্রতিনিধিরা

    ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না।...