ঝালকাঠিতে নিখোঁজ এক কিশোরীর সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহের মহেশপুরে। রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার বাইনচিতলা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাটি জেলার সৈয়দকাটি গ্রামের ওবায়দুল হকের মেয়ে সানজিদা আক্তার (১৮) মহেশপুরের বাইনচিতলা গ্রামের আমিনুর রহমান বিশ্বাসের ছেলে আবু সাইদের বাড়ি থেকে মহেশপুর পৌর ফাঁড়ির এসআই জাহাঙ্গীরকে উদ্ধার করে। পৌরসভা ও থানায় নিয়ে আসা হয়। গত ১৬ মার্চ মেয়েটি নিখোঁজ হয়। তার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি মহেশপুরে থাকে। ১৯ মার্চ সকালে মেয়েটির মামাসহ পরিবারের লোকজন মহেশপুর থানায় সহায়তা চাইলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বছর ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্বীকার করেন তরুণ-তরুণী। সেই তথ্যের ভিত্তিতে মহেশপুরে তরুণীর বাড়িতে আসেন ওই তরুণী। এরপর তার পরিবার স্থানীয় কাজীর মাধ্যমে দুজনের বিয়ে দেয়। তরুণী তার পরিবারের কাছে ফিরে যেতে রাজি হননি। তারা দুজনই অনার্সের শিক্ষার্থী বলে জানা গেছে।
মহেশপুর পৌর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।