More

    রাজাপুরে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুর বাদুরতলা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উপজেলার বাদুরতলা বন্দরের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

    প্রত্যক্ষদর্শীদের মতে, বৈদ্যুতিক চার্জারটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। মোট ৬টি দোকান পুড়ে গেছে।

    খবর পেয়ে ঝালকাঠি জেলা ফায়ার সার্ভিস, পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গৃহস্থালির মালামাল, নগদ টাকা ও মালামালসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে হতাহতদের খোঁজখবর নিয়েছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ ও শীত কালীন পিঠা উৎসব অনুষ্ঠিত।

    বরিশাল সংবাদ দাতা:  বাকেরগঞ্জের গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শীত কালীন পিঠা উৎসব ২০২৬ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল...