কারণ ‘মোদী’ খেতাবধারীদের অপমান করা হয়েছে। রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের আদালত। যদিও পরে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলে দুই বছরের সাজার কারণে সাংসদ পদ হারাতে পারেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারের সময়, রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। গুজরাটের এক বিজেপি বিধায়ক তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। চার বছর ধরে সেই মামলার শুনানি চলছিল সুরাটের আদালতে। বৃহস্পতিবার আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করেছে। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে মানহানির মামলায় শীঘ্রই জামিন পান কংগ্রেস সাংসদ। কিন্তু দুই বছরের সাজা হওয়ায় সাংসদ পদ হারাতে হতে পারে রাহুলকে। কংগ্রেসের দাবি, এটাই বিজেপির আসল লক্ষ্য।