More

    বরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, শয্যা সংকটে এক বেডে ৩ শিশু

    অবশ্যই পরুন

    বরিশালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি হওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে একটি বেডে তিনজন রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত তিনগুণ রোগী বৃদ্ধি পেয়েছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে কথা হয় মেহেন্দীগঞ্জের আরজু বেগমের সঙ্গে। তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন। কোনোমতে একটি বেড পেলেও সেখানে আরও দুইজন রোগী রয়েছেন। একই অবস্থা ওই ওয়ার্ডের প্রতিটি বেডের। একাধিক রোগীর স্বজনরা জানিয়েছেন, তিনজন রোগীকে একটি বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এতে করে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. নুরুল আলম বলেন, বাসায় বাচ্চাদের মা-বাবাকে সচেতন হতে হবে। শিশুদের গরম রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। গরম পানি খাওয়ানো যেতে পারে, গরম পানি দিয়ে গোসল করানো যেতে পারে। এভাবে বাসাতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব।

    ঠান্ডাজনিত রোগের সংক্রমণ থেকে বাঁচতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, বাড়তি রোগীর চাপ সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হলেও চিকিৎসাসেবায় কোনো ঘাটতি নেই। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক একেএম নাজমুল আহসান বলেন, রোগীর চাপ বেশি হলেও আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি।

    যেসব রোগী একটু সংকটাপন্ন, তাদের বিশেষ পরিচর্যা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪১টি শয্যার বিপরীতে প্রতিদিন শতাধিক শিশু ভর্তি থাকছে। এদের সবাই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় পাঁচ শতাধিক শিশু।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুলাল সরদার (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা...