More

    নাজিরপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে: বাস থেকে গাঁজাসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড প্রদান

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়।

    নিয়মিত চেকপোস্ট চলাকালীন ঢাকা থেকে পাথরঘাটাগামী ‘রাজিব পরিবহন’ (ঢাকা মেট্রো- ব ১২-৪৭৯৮) থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় বাসের ভেতর থেকে মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

    আটককৃতরা হলেন,পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে ও বাসের হেলপার জালাল হোসেন (২৬) এবং মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোঃ হারুন ফরাজির ছেলে ও বাসের যাত্রী মোঃ হেলাল (২৭)। আটককৃতদের রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

    আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১০০ টাকা নগদ অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর আসামিদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।

    তবে বিচারকার্য শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী আসামিদের ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার এবং এ ধরনের অপরাধ না করার জন্য শপথ বাক্য পাঠ করান। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামায়াত ও বিএনপি’র প্রার্থীকে দেখা গেছে। এ সময়...