নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়।
নিয়মিত চেকপোস্ট চলাকালীন ঢাকা থেকে পাথরঘাটাগামী ‘রাজিব পরিবহন’ (ঢাকা মেট্রো- ব ১২-৪৭৯৮) থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় বাসের ভেতর থেকে মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন,পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে ও বাসের হেলপার জালাল হোসেন (২৬) এবং মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোঃ হারুন ফরাজির ছেলে ও বাসের যাত্রী মোঃ হেলাল (২৭)। আটককৃতদের রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১০০ টাকা নগদ অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর আসামিদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।
তবে বিচারকার্য শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী আসামিদের ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার এবং এ ধরনের অপরাধ না করার জন্য শপথ বাক্য পাঠ করান। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
