সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় লোহার রডের আঘাতে আহত নৈশপ্রহরীর মৃ ত্যু হয়েছে। (৩১ জানুয়ারি শনিবার) ভোররাতে ঢাকা মেডিকেলে মারা যান জাহাঙ্গীর খাঁ। নিহত জাহাঙ্গীর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে। অভিযুক্ত ইউসুফ আকন একই এলাকার মৃত মতলেব আকনের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় করে রাতে বেশকয়েকজন যুবক ওই মার্কেটের ভেতর প্রবেশ করেন। জাহাঙ্গীরের রুমের ভেতর শুরু করেন জু য়া খেলা।
এতে বা ধা দেন নৈশপ্রহরী। পরে ক্ষি প্ত হয়ে একই এলাকার ইউসুফ আকন সঙ্গে থাকা লোকজন নিয়ে জাহাঙ্গীর ওপর হা ম লা চালায়। লোহার রড দিয়ে পি টি য়ে মাথায় গু রু ত র আহত করা হয় তাকে। জাহাঙ্গীরের ডা ক চি ৎ কা রে আশপাশের লোকজন ছুটে আসলে আরো দুইজনকে কু পি য়ে আ হ ত করার অভিযোগ ওঠে ইউসুফ ও তার লোকজনের বিরুদ্ধে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জাহাঙ্গীরের অবস্থা আ শ ঙ্কা জ ন ক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃ ত্যু হয় তার। শনিবার বিকেলে মরদেহ নিয়ে আসা হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয় ম য় না ত দ ন্ত।
এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আকাশ খান বলেন, ‘এভাবে একজলন নৈশপ্রহরীকে পি টি য়ে মে রে ফেলবে, এর বিচার না হলে অন্য অ প রা ধী রা সাহস পাবে, অ প রা ধ করার। নিরহ পরিবারের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। একমাত্র সরকার থেকে সহযোগিতা করলে নিহতের স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকতে পারবে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে জু য়া খেলা নিয়ে মা রা মা রি তে এক নৈশপ্রহরী মা রা গেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
