ডেস্ক রিপোর্ট : বজ্রপাতে মেহেন্দিগঞ্জে ২ জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে মেঘনার শাখা গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা জামাই-শ্বশুর। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
চর এককরিয়া ইউনিয়নের গ্রামপুলিশ রফিক দফাদার জানান, তারাবিহর নামাজ আদায় করে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।
জেলেরা ভোর রাতে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ দেখতে পায়। সকালে জেলেদের জালে আটকা পড়ে জামাই রাসেলের লাশ।