More

    ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা বাজার মনিটরিং কমিটি

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানার নেতৃত্বে জেলা প্রশাসনের শক্তিশালী বাজার মনিটরিং কমিটি নিত্যপন্য দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক, সদর এসপি সার্কেল মহিদুল ইসলাম, পৌর পরিষদ, চেম্বার অব কমার্স, কৃষি, খাদ্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে সরজমিনে জেলার চালের বাজার, মুদিমনোহরী ও বিভিন্ন পন্যের দোকানগুলিতে খোজ খবর নেয়া হয়েছে।

    অধিকতর ও গুরুত্ব দেয়া হয়েছে প্রতিদিনের পন্য সামগ্রীর মূল্য তালিকা রাখা। যাদের কাছে আপডেট মূল্য তালিকা পাওয়া যায়নি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে এবং পরবর্তীতে বাজার মনিটরিং কমিটি অতিরিক্ত মূল্য এবং ব্যবসায়িক বিধি বিধান মেনে না চলার কারণে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে।

    ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, উপ—পরিচালক কৃষি সম্প্রসারণ মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...