More

    ধর্ষন চেষ্টা, গৌরনদীতে শিক্ষক গ্রেফতার

    অবশ্যই পরুন

    শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বরিশালের গৌরনদীতে মোফাজ্জেল হোসেন নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) দুপুরে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়।

    মোফাজ্জেল হোসেন উপজেলার সুন্দরদী এলাকার একটি মাদরাসার শরীরচর্চার শিক্ষক। তিনি কোটালিপাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের এনাজ উদ্দিনের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানায়, শনিবার ১ এপ্রিল দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে সুন্দরদী এলাকার একটি পানের বরজে নিয়ে ধর্ষণচেষ্টা চালান মোফাজ্জেল হোসেন। এসময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ওই শিক্ষক।

    পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে রাতেই তার বাবা বাদী হয়ে গৌরনদী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...