স্টাফ রিপোর্টারঃ বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে এজাহারভুক্ত প্রধান আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) কে আটক করেছে র্যাব।
গত ৩ এপ্রিল দুপুর ২ টার দিকে র্যাব-৮ ও র্যাব-১০ এর সদস্যরা রাজধানীর মিরপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মোঃমজিবুর রহমানকে গ্রেফতার করে।
গত ২৯ মার্চ সকাল ১০ টার দিকে,বরগুনা জেলার বেতাগী থানার ঝিলবুনিয়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মকবুল হোসেন হাওলাদার (৫০) তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পৌরসভাস্থ বাজারের ব্রীজের কাছে পৌঁছালে তার মেয়ে তাকে রেখে রিক্সা আনাতে গিয়ে নিখোঁজ হয়।
পরে তাকে অনেক খোঁজাখুজি করে মেয়েটির বাবা মোঃ মকবুল হোসেন হাওলাদার। পরে লোকজনের মাধ্যমে জানতে পারে তার মেয়েকে মামলার আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০), পিতা- মৃত মতিউর রহমান খান, সাং- খাড়াকান্দা, ৯ নং ওয়ার্ড, থানা- বেতাগী, জেলা- বরগুনা ঘটনার দিন ২৯ মার্চ বিকাল ৫ ঘটিকার সময় বেতাগী পৌরসভার ০৭ নং ওয়ার্ডস্থ ফেরীঘাটের দোকানদার মোঃ জালাল মোল্লার চা দোকানের সামনের ইটের সলিং এর রাস্তা হতে ফুসলিয়ে নিজ বাস ভবনে নিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখুজি করে। গত ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় স্থানীয় লোকজন ভিকটিম কে বেতাগী পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ হাওলাদার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর দেখতে পেয়ে মেয়ের বাবা মকবুলকে জানায়। পরবর্তীতে মোঃ মকবুল হোসেন হাওলাদার (৫০) তার মেয়ের নিকট হতে ঘটনার বিস্তারিত জানতে চায়।
জিজ্ঞাসাবাদে তার মেয়ে জানায়, আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) তাকে গত ০২ (দুই) দিন তার নিজ বাড়িতে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম এর পিতা মোঃ মকবুল হোসেন হাওলাদার (৫০) মোঃ মজিবুর রহমান খান(৫০) কে প্রধান আসামী করে ৩১ মার্চ বরগুনা জেলার বেতাগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০।
র্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
র্যাব-৮, সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত মামলার এজাহারভুক্ত প্রধান ও একমাত্র আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থান করছে।
র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল (০৩ মার্চ) দুপুর ২ টায় আসামীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করে। সে আরও জানায় যে, মেয়েটিকে সে আটকে রেখে যৌনবর্ধক ট্যাবলেট খেয়ে ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার বেতাগী থানায় হাস্তান্তর করা হবে।
আজ ৪ এপ্রিল দুপুর ১২ টার দিকে বরিশাল র্যাব ৮’র বিভাগীয় সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চত করেছে মিডিয়া শাখা।