More

    বরগুনায় পৈতৃক ভিটায় ঘর তুলতে না দেয়ার অভিযোগ

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা: বরগুনায় পৈতৃক ভিটায় ঘর তুলতে না দেয়ার অভিযোগে মঙ্গরবার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় পরিবার। বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের এক ব্যক্তি ও তার পরিবার পৈতৃক ভিটায় ঘর তুলতে না দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

    ভুক্তভোগী গোলাম মোস্তফা খান মঙ্গলবার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেন, নিজের পৈতৃক ভিটায় ঘর তুলতে না পেরে বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীর রান্নাঘরে সপরিবারে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

    গোলাম মোস্তফা খান বলেন, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকার কারণে দীর্ঘদিন পর ঢাকা থেকে ফিরে পৈতৃক ভিটায় বাড়ির কাজ শুরু করি। কিন্তু সপ্তাহ খানেক কাজ চলার পরে তার দুই ভাতিজা আমির হোসেন এবং আউয়াল হোসেন স্থানীয় লোকদের সহায়তায় চাঁদা দাবি করে বাড়ির কাজ বন্ধ করে নির্মাণসামগ্রী ফেলে দেয়।

    তিনি আরও জানান, স্ত্রীসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরও তারা কাজ চালিয়ে যেতে চাইলে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

    ভুক্তভোগী আরও বলেন, বরগুনা সদর থানার পুলিশ এ বিষয়ে দুই বার বৈঠক করে সমঝোতা করতে চাইলেও আমির হোসেনের কারণে কোনো সমঝোতা হয়নি। পৈতৃক ভিটায় ঘর তুলতে না পেরে বর্তমানে প্রতিবেশির রান্নাঘরে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...