More

    নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম ওরফে সুমনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

    নিহত সুমন স্থানীয় আমজেদ হোসেনের ছেলে ও সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ছোট ভাই।

    স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি হাসপাতাল রোডের সামনে একটি দোকানে দাঁড়িয়ে থাকা সুমনকে প্রতিপক্ষরা কুপিয়ে পালিয়ে যায়।

    পরে পথচারীরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

    খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ১ লাখ টাকা

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ ‘মক্কা ব্রিক্স’ ইটভাটাকে...