বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকালে সন্ধ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান।
১২ বছর বয়সী নিহত আব্দুল্লাহ হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সুমন হাওলাদারের ছেলে। এ ছাড়া সে ঢাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনদের বরাতে ফায়ার সার্ভিসের বিপুল হোসেন জানান, আব্দুল্লাহ ১০ দিন আগে আগৈলঝাড়ার পশ্চিমপয়সা গ্রামে তার নানাবাড়ি বেড়াতে যায়।
শনিবার বেলা ১১টার দিকে দুই সমবয়সীকে নিয়ে সন্ধ্যা নদীর পয়সারহাট বন্দর সংলগ্ন এলাকায় গোসলে যায় ওই স্কুলছাত্র।
গোসল শেষে তিন কিশোর সাঁতার কাটছিল নদীতে। দু’জন তীরে উঠতে পারলেও আবদুল্লাহ নদীর মাঝখানে নিখোঁজ হন।
প্রথমে স্থানীয় ও পরিবারের সদস্যরা নদীতে তার সন্ধান চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ৪ ঘণ্টা চেষ্টার পর আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের কাছে হস্তান্তর করে।
