More

    আগৈলঝাড়ায় পুনরুথান ইস্টার সানডে উৎযাপন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় খিষ্ট্র ধর্মালম্বীদের অন্যতম উৎসব পুনরুথান বা ইস্টার সানডে উৎসব উদযাপন করা হয়েছে। খিষ্ট্র ধর্মালম্বীরা তাদের ধমীর্য় বিশ্বাস মতে যীশু খিষ্ট্র কবরস্থ হওয়ার চল্লিশ দিন পরে পুনরায় জীবিত হয়। সে বিশ্বাসের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও গতকাল রোববার সকালে উপজেলার নাঘিরপাড় ব্যাপ্টিষ্ট চার্জ প্রাঙ্গনে চার্জের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অষ্টম সূর্যদয়ের উপাসনা বা ইস্টার সানডে পুনরুথান উৎসব উদযাপন করা হয়েছে।

    সূর্যদয়ের আগে থেকেই স্থানীয় ও পাশ্ববতীর্ এলাকার খিষ্ট্র ধমীর্য় কয়েকশত নারী পুরুষ উৎসবমুখর পরিবেশে প্রার্থনা সভায় অংশগ্রহন করেন। জেমস সুশান্ত বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রিডীমড খিষ্ট্রান চার্জ অব গেট নেপাল কান্ট্রি ডিরেক্টর রেভাঃ প্রভুদান বাড়ৈ, রেভাঃ বিপুল অধিকারী, সুপ্রিয়া বাড়ৈ, মিসেস সুধান বাড়ৈ, দিলীপ বাড়ৈ, আলো মিস্ত্রি, সুভাস সমদ্দার, জ্যাকব বাড়ৈ, জেমস মাইকেল, খোকন রায় প্রমুখ।

    এছাড়াও আজ সোমবার পুনরুথান পরবতীর্ আনন্দ উৎসবের আয়োজন করেছে গৈলা খ্রিষ্টীয় যুব সমাজ ও ক্যাথলিক চার্জের যুব সমাজ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...