টুয়াখালীর কলাপাড়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে নতুন বাজারস্থ দলীয় কাযার্লয়ের সামনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ এ বি এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপি সভাপতি রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ: জলিল হওলাদার, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, সাধারন পৌর বিএনপি সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, ্মহিপুর থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. শাহজাহান পাভেজ প্রমুখ। এছাড়া স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মী।
প্রধান অতিথি কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ এ বি এম মোশাররফ হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার করার প্রত্যয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান। এই সরকারের অত্যাচার—নির্যাতনে নিহত ও গুম এবং উপজেলা বিএনপির যে সকল নেতা—কমীর্ মৃত্যুবরন করেন তাদের রুহের মাগফেতার কামনা দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া হয়েছে।