রাসেল মাহমুদ,বরগুনা:
বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ড অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিচ ইয়াবা সহ আটক-১ জন।
দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটা এম হুমায়ুন কবির, সিপিও এর নেতৃত্বে অভিযান চালায়। ১২ এপ্রিল রাত ০৮ টায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ০৪ নং চরদোয়ানী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে মাদক বহন কালে ০১ কেজি গাঁজা, ১০০ পিচ ইয়াবা ০১ টি মোবাইল (বাটন) সহ মাদক ব্যবসায়ী মোঃ শাহীন হোসেন (২৫) কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কালীবাজার এলাকার তল্লা গ্রামের মোঃ মানিক হোসেন এর ছেলে। পরবর্তীতে আটককৃত আসামী ও জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।