More

    দিনে দাবদাহ,রাতে কুয়াশা এতে বাড়ছে অসুস্থতা!

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা: দিনে দাবদাহে তীব্রতায় অস্থির জীবনযাপন,তীব্র গরম পড়ে এবং মনে হয় দাবানলের অনুভূতি হয় হচ্ছর অর্থাৎ দাবানলের মতো দাহ পুরো শহর। আর রাতে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো শহর। তীব্র গরম আর হালকা শীতের ছোঁয়া অসুস্থ হচ্ছে অনেক লোকজন। টানা দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেখা দিয়েছে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

    গরমে নাভিশ্বাসের মধ্যেই দেখা দিয়েছে নানা রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ। অসুস্থ হয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই শিশু। বেশিরভাগই সিজনাল ফ্লু। এটাকে আমরা ভাইরাল ফ্লু বলি। এটা হলে প্রচণ্ড জ্বর, যেটা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। ঠান্ডা, কাশি, গলাব্যাথা ও ডায়রিয়ার প্রকোপও অনেকটা বেড়ে গেছে।আর সেই সুযোগেই আক্রমণ করছে ভাইরাস, অ্যালার্জেন, ব্যাকটেরিয়া। শ্বাসনালীর সংক্রমণে ঘায়েল হচ্ছে আমজনতা।
    ঘরে-ঘরে সর্দি-কাশি-জ্বর।

    এসি-ফ্রিজ-গিজারের মতো শরীরেও থাকে থার্মোস্ট্যাট। সব সময়ে তা শরীরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইটে ধরে রাখতে চায়। মুশকিল হলো, হঠাৎ বাইরের তাপমাত্রার বাড়াবাড়ি বদল হলে শরীরের থার্মোস্ট্যাট যথাযথ কাজ করে না। তখনই ইমিনউনিটি তার কর্তব্যে গাফিলতি করে ফেলে। হয় অতিসক্রিয় হয়ে ওঠে তখন অ্যালার্জির শিকার হয় শরীর অথবা সক্রিয়তা কম যায়।

    বরগুনা সদর হাসপাতালের ডাঃ সৌভ্রত ভৌমিক বলেন, এই দাবদাহ আর রাতের কুয়াশায় শিশুদের বেশি আক্রত করছে,সাথে সাথে বয়স্কদেরও নানা রোগ দেখা দিচ্ছি।

    আবহাওয়া অধিপ্তর জানিয়েছেন,এরকম আরো ৩/৪ দিন দাবদাহ থাকবে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...