More

    বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দিচ্ছে—আমির হোসেন আমু

    অবশ্যই পরুন

    ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ বস্ত্র করেছেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। শুক্রবার বিকেলে তিনি এই বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ঈদের পোষাক তুলে দেন।এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেনআমু বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দিচ্ছে এবং তাদের সকল ধরণের সাহায্য সহযোগিতা করছে।

    প্রধানমন্ত্রী কন্যা পুতুল আন্তর্জাতিকভাবেই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এবং বাংলাদেশেও প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার আগামীতেও প্রতিবন্ধীদের প্রতি এর ধারবাহিকতা বজায় রেখে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবে। এই অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান এ্যাড. খান সাইফুল্লাহ
    পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সিদ্দিকুর রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা, মোঃ আলমগীর হোসেন এবং বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড মাহবুবুর রহমান তালুকদার সভাপতিত্ব করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...