রাসেল মাহমুদ,বরগুনাঃ বরগুনার বেতাগীতে পূর্বশত্রুতার জেরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) ইফতারের পর উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ফিরোজ মৃধা ও শিল্পী বেগম। তাদের মধ্যে ফিরোজের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ফিরোজ সরিষামুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের সমর্থক ও ওই ইউনিয়নের ভোড়া এলাকার খবির মৃধার ছেলে। একই এলাকার বাসিন্দা শিল্পী বেগম প্রতিপক্ষের হাতে খুন হওয়া সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটুর স্ত্রী ও টিটু হত্যা মামলার বাদী।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দেরা জানান, সরিষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ গ্রুপ ও বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই খুন হন সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটু। আসামিরা আধিপত্য বিস্তারের জন্য শিপন গ্রুপের ফিরোজকে এবং টিটু হত্যা মামলা তুলে নেওয়ার জন্য শিল্পী বেগমকে কুপিয়ে জখম করে। ঘটনার পর আহত ফিরোজ মৃধাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর শিল্পী বেগমকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।