More

    আত্মীয়র জানাজায় যাওয়ার পথেই শ্বশুর-জামাতার মৃত্যু

    অবশ্যই পরুন

    ভোলায় এক আত্মীয়ের জানাজায় যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্বশুর ও জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বাইদেরা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোঃ মনির শরীফ (৪৫) ও মোঃ আজগর আলী (২৫)। তারা দুজনই বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    এ ব্যাপারে কাচিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজী জানান, সকালে মনির শরীফ তার ছোট মেয়ের জামাই আজগরকে নিয়ে মোটরসাইকেলে করে তার বড় জামাইয়ের দাদীর জানাজায় অংশ নিতে রওনা হন। এসময় তারা বৈদ্যের পোল এলাকায় পৌঁছালে ভোলা থেকে আসা ম-জাহান সাজমী সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ থানায় নিয়ে যায়।

    দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম রাজীব বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...