More

    দাবি আদায়ে তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ল জনতা!

    অবশ্যই পরুন

    ভোলা-ব‌রিশ‌াল সেতুসহ ৫ দফা দাবিতে বিদ‌্যুৎ, জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল ক‌রিম খান, শিল্প উপ‌দেষ্টা আদিলুর রহমান খান এবং বা‌ণিজ‌্য, বস্ত্র ও পাট উপ‌দেষ্টা শেখ ব‌শির উদ্দীনের গাড়ি অব‌রোধ ক‌রে‌ছেন স্থানীয় জনতা।

    শুক্রবার (১৪ নভেম্বর) বি‌কাল সোয়া ৫টার দি‌কে জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে এ ঘটনা ঘ‌টে। এ সময় জনতা প্রায় ৫ মি‌নিট তা‌দের গাড়ি অব‌রোধ ক‌রে রা‌খেন। প‌রে জেলা বিএন‌পির সভাপতিসহ বিএনপি নেতারা এসে আন্দোলনকারীদের বুঝিয়ে অব‌রোধ তু‌লে নেন। এর আগে বিকা‌ল ৪টার দি‌কে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে জেলার অর্থনৈ‌তিক উন্নয়ন সংক্রান্ত মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন ওই তিন উপ‌দেষ্টা।

    এ সময় অনুষ্ঠা‌নে উপদেষ্টা মো. ফাওজুল ক‌রিমের কাছে ভোলা-বরিশাল সেতুর বিষয়ে আশানুরুপ কোনো বক্তব‌্য না পাওয়ায় প্রথ‌মে সেখানে বি‌ক্ষোভ ক‌রেন। এরপর তিন উপ‌দেষ্টার গাড়ির সাম‌নে শু‌য়ে দাবি আদায়ের চেষ্টা করেন। আন্দোলনক‌ারী তরিকুল ইসলাম কায়েদ, মীর মোশা‌রেফ অমি ও মো. মে‌হেদী হাসান জানান, ‌ভোলা-ব‌রিশাল সেতুসহ ৫ দফা দাবি আমা‌দের দীর্ঘদি‌নের।

    আমরা ঢাকা গি‌য়ে উপ‌দেষ্টা‌দের সঙ্গে কথা ব‌লে‌ছি। উপদেষ্টা মো. ফাওজুল ক‌রিম ক‌য়েক মাস আগে আমা‌দের ব‌লে‌ছেন, জানুয়া‌রির বা ফেব্রুয়া‌রির মধ্যে কাজ শুরু হ‌বে। কিন্তু তি‌নি আজ ভোলায় এসে বল‌ছেন, নতুন ক‌রে আবারও সম্ভাব‌্যতার কাজ শুরু হ‌বে।

    ভোলা-বরিশাল সেতু ক‌বে হ‌বে তার কোনো নি‌শ্চয়তা নেই। এজন‌্য আমরা উপ‌দেষ্টা‌দের গাড়ির সাম‌নে দাঁড়ি‌য়ে‌ছি। তারা আরও জানান, শনিবার আমরা সুন্দরবন গ‌্যাস কোম্পানি ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড অফিসের সামনে ক‌ঠোর আন্দোলন কর‌ব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পুলিশকে কামড়ে ছাত্রদল নেতার পলায়ন

    বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছেন মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাত...