শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাপলজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসনেয়ারা বেগম উপজেলার সাপলজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামের আব্দুস সালাম খলিফার স্ত্রী।
সাপলজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ হাসান জানান, শনিবার বিকেলে যখন ঝড় হয়, তখন বাড়ির পাশের মাঠে হোসনাইরা মুগডাল কাটার কাজ করছিলেন। বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তথ্য সংগ্রহ করে তাকে নিজ বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।