More

    ভোলার ইলিশায় আগুন, পুড়েছে ১০ দোকান

    অবশ্যই পরুন

    ভোলা, ৪ মে, ২০২৩ (বাসস) : জেলার উপজেলা সদরের ইলিশা জংশন বাজারে আজ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ও ২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাজারের একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
    পুড়ে যাওয়া দোকানের মধ্যে ওষুধের দোকান ৩টি, ফার্নিচারের দোকান, ওয়ার্কশপ, ফাস্টফুড, হার্ডওয়্যার, গ্যাসের দোকান, জাল সুতার দোকান ও ফ্রিজের দোকান রয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
    ভোলা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন বাসস’কে জানান, একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পার্শ^বর্তী দোকানে তা ছড়িয়ে পড়ে। এক ঘন্টা ৪০ মিনিট কাজ করে সম্পূর্ণভাবে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে এ ঘটনায় কোন হতাহত নেই। ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণের কাজ চলছে বলে জানান তিনি।  সূত্র: বাসস

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...