More

    ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

    অবশ্যই পরুন

    জেলার উপজেলা সদরের শিবপুর ইউনিয়নে আজ বিদ্যুতায়িত হয়েছে। মহাসিন (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

    বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চালতাটুলী এলাকায় নিজ খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহাসিন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও একই এলাকার কাবিল মিয়ার ছেলে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাসসকে বলেন, মহাসিনের কৃষাণ অটো মিল নামে একটি আটা তৈরির প্রতিষ্ঠান রয়েছে। আজ সকালে সেখানে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দিকা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

    ভোলা মডেল থানার ওসি শাহীন ফকির জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা মাহাসিনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...