More

    ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ থেকে ২০জন!

    অবশ্যই পরুন

    ঝালকাঠি—বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) বিকেল ৪ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় মেসার্স আনযার ফিলিং স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল ৪ টার দিকে ঢাকা থেকে ভান্ডারিয়াগামী মিজান পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। বাসটির মধ্যে থাকা ৩৫ থেকে ৪০ ছিল। তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের উপর উল্টে যায় এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...