ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কোর্ট রোডস্থ সংগঠন কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়েছে। ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে হাসনাইন তালুকদার দিবসকে সভাপতি এবং এজিএম মিজানুর রহমানকে পুনরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দুই বছরের জন্য কার্যনির্বাহী এবং সাধারন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকাশ ঝালকাঠিতে রিপোর্টার্স ইউনিটি নামে ৩টি সংগঠনের দাবিদার রয়েছে।