রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ বিশ্বের উৎপাদিত ইলিশের প্রায় ৬৫ থেকে ৭৫ ভাগ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। দেশে যে পরিমাণ ইলিশ আহরিত হয়, তার পাঁচ ভাগের এক ভাগ বরগুনা জেলায় পাওয়া যায়। সেই জেলেরা ধ্বংস করছে ইলিশের পোনা এবং ছোট মাছ।বরগুনায় প্রকাশ্যে অবৈধভাবে ঘোপ জাল দিয়ে প্রতিদিন শিকার করা হচ্ছে লাখ লাখ ইলিশের পোনা। আর এসব পোনা দিয়ে বানানো হচ্ছে শুঁটকি। এভাবে নির্বিচারে ইলিশের পোনা নিধনের কারণে ভেস্তে যাচ্ছে সরকারের ইলিশ উৎপাদন বৃদ্ধির মহাপরিকল্পনা বলে জানান সচেতন মৎসজীবীরা।
স্থানীয় সচেতন জেলেরা জানান, জেলার পায়রা বলেশ্বর ও বিষখালী নদীসহ বঙ্গোপসাগরের অন্তত কয়েকটি স্থানে ঘোপ জাল ফেলা হচ্ছে। এ জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের পোনাও।
স্থানীয়রা বলেন, অবৈধ জাল দিয়ে প্রকাশ্য দিবালোকে প্রতিদিন লাখ লাখ ইলিশের পোনা শিকার করা হচ্ছে। এই ইলিশের পোনা যদি বড় হত তাহলে নদী ও সমুদ্রে এ মাছের আকাল হত না। এ জাল বন্ধ করার মত কেউ নেই। যদি থাকত তাহলে এতদিনে বন্ধ করা উচিত ছিল
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অবৈধ এসব জাল ফেলা হয় দুর্গম অঞ্চলে। এ জাল ফেলা বন্ধ করতে গিয়ে ইতোমধ্যেই মৎস্য বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা একাধিকবার অসাধু জেলেদের হামলা শিকার হয়েছেন। তাই নানা কারণে অবৈধ এই জাল বন্ধ করতে বেগ পেতে হচ্ছে।
তিনি আরও বলেন, এই জাল বন্ধ করার জন্য এরইমধ্যে র্যাব-পুলিশসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই আমরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
রাসেল মাহমুদ