নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, বঙ্গোপসাগরে বড় আকারে আঘাত হানার জন্য ঘনিভূত হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। এই উপলক্ষ্যে বুধবার সকাল ১১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থা কমিটির উদ্যোগে প্রস্তুতি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন এর সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থা কমিটির সভায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুচ আলী সিদ্দিকী, ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, জেলা তথ্য অফিসার আহসান কবির, উপজেলা চেয়ারম্যান নলছিটি সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বশির উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় আঘাত হানলে পরিস্থিতির মোকাবেলায় ক্ষয়ক্ষতি রোধে করনীয় বিষয় মতামত ভিত্তিক বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক সকলকে ঘূর্ণিঝড়ের গতির প্রকৃতির উপর নজর রাখার উপর জোর আহবান জানানো হয়েছে।