More

    বরিশাল কীর্তনখোলা নদী থেকে ইলেক্ট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃবরিশালে নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রির লাশ কীর্তনখোলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে।

    রোববার সকালে কীর্তনখোলা নদীর চাঁদমারী খেয়াঘাট থেকে লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি আব্দুল জলিল জানিয়েছেন।

    মৃত ইলেকট্রিক মিস্ত্রি কালাচাঁন কুমার ঘোষ (৫০)। সে নগরীর বাজার রোড এলাকার তারাপদ ঘোষের ছেলে।

    নৌ পুলিশের এসআই মো. মাসুম জানান, কীর্তনখোলা নদীর চাঁদমারী খেয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় কালাচাঁন কুমার ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে। নদীর তীরে জুতা ও প্যান্ট পাওয়া গেছে। প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

    এসআই মাসুম আরো বলেন, শরীরে কোন আঘাতের চিহৃ নেই। কিভাবে মারা গেছে, কেউ কিছু দেখেনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    নৌ পুলিশের ওসি আব্দুল জলিল বলেন, এই ঘটনায় মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারন বলা যাবে। যদি হত্যাকান্ড হয়, তাহলে হত্যা মামলা হবে।

    মৃ‌তের ভাই ইলেকট্রনিক্স ব্যবসায়ী অশোক ঘোষ বলেন, তার ভাই ইলেক্ট্রিক মিস্ত্রি। এক সন্তানের জনক সে। শনিবার রাত আটটার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধারের খবর জানিয়েছে।
    অশোকের দাবি, যেখান থেকে ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে তার যাওয়ার কথা নয়। ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়, হত্যাকান্ড বলে ধারনা করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...