More

    নৌকার সমর্থকদের হত্যা চেষ্টা: ছাত্রলীগ আহবায়ক মান্না সহ গ্রেফতার ১০

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: নৌকার ৪ সমর্থককে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না ও তার ৬ সহযোগী। রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর কালিকবাড়ী রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছে মহানগর কাউনিয়া থানা পুলিশ।

    গ্রেপ্তার বাকিরা হলেন—মান্নার ভাই রিশাদ আহম্মেদ নাদিম এবং মান্নার অনুসারী মেহেদি হাসান সম্পদ, পারভেজ, শান্ত, মামুন, শাওন, রাশেদ, আলামিন, নান্টু ও সন্যামত।

    কাউনিয়া থানার ওসি সাংবাদিকদের জানান, আসন্ন সিটি নির্বাচনে নৌকার সমর্থক চার কর্মিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার সন্ধ্যায় কাউনিয়া মহাশ্মশান এলাকায় চারজনকে জখম করে মান্না ও তার বাহিনী। আহতরা হচ্ছে মনা আহমেদ, হালিম, অপর ৮জন। এদের মধ্যে চারজন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন রইজ আহমেদ মান্না।

    মহানগর ছাত্রলীগের সভাপতি রইজ আহমেদ মান্না বরিশাল সিটি করপোরেশনের বর্তমান সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী। তিনি নগরীর ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনের প্রত্যাশী। চিকিৎসাধীন আহতরা আসন্ন সিটি নির্বাচনে নৌকার প্রতীকে প্রার্থী ও সাদিক আবদুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাতের সমর্থক।

    উল্লেখ, এর আগে গত ৬ মে রাতে কাউনিয়া জানকি সিং রোডে নৌকার কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে মান্নার বিরুদ্ধে। হামলার শিকার ছাত্রলীগ কর্মী সোহাগ ওই ঘটনায় মান্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় জিডি করেছেন।
    রোববার দিবাগত রাতে গ্রেপ্তারের পর মান্না সাংবাদিকদের কাছে দাবী করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
    মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...