More

    মনোনয়ন জমা দিলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস  

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টি মনোনীত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

    ১৫ মে ২০২৩ সোমবার দুপুর ১১ টায় রির্টানিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

    মনোনয়নপত্র জমা শেষে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন জনগনকে ইভিএমে ভোট সুষ্ঠু হবে তা নিশ্চিত করতে হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার,  মোঃ মোরশেদ ফোরকান।

    জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মহানগর কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন,

    সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি, সদস্য বাবু ননী গোপাল, মোঃ ডালিম,মোঃ জুম্মান।

    মনোনয়নপত্র জমা শেষে প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টি মনোনিত নাংঙ্গল প্রতিকের প্রার্থী একজন সৎ ও ভালো মানুষ।

    বরিশাল নগরীতে অনেকগুলো সমস্যা  রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো হোল্ডিং ট্যাক্স ও জলাবদ্ধতা।

    তিনি নির্বাচিত হলে বাসাবাড়ির মালিকদের ঘাড়ে করের খড়গ কমানো। পশাপাশি নগরবাসীকে যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া হবে।

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার ও খুলনার অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন,  জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...