স্টাফ রিপোর্টারঃবরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে গত রাত ১২ টার দিকে নগরীর হাসপাতাল রোড থেকে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর এর আহ্বায়ক রইজ আহাম্মেদ মান্না সহ- ১০ জন কর্মীকে কাউনিয়া থানা পুলিশ গ্রেফতার করে।
আটকের ঘটনায় আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় জরুরী সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর দাবি করেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রইজ আহাম্মেদ মান্নাকে গ্রেফতার করার যে কারণ দেখিয়েছে তা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। হামলার ঘটনাস্থলের ২ কিলোমিটারের মধ্যেই রইজ আহাম্মেদ মান্না ছিল না এবং এ ঘটনা সম্পর্কিত কোন ভিডিও ফুটেজও উপস্থাপন করতে পারেননি পুলিশ।
গতরাতের ঘটনাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন, সভাপতি জাহাঙ্গীর। হামলা ও আটকের ঘটনা ষড়যন্ত্রমূলক দাবি করেন।
এঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত শনিবার ১৪ মে রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া মড়কখোলা পুল এলাকায় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এঘটনায় রোববার দিবাগত রাত ১টার দিকে মান্নাসহ ১০জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়ার থানার ওসি আব্দুর রহমান মুকুল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
হামলায় আহত মনা জানান, তাদের এক প্রয়াত বন্ধুর সৎকারে অংশ নিতে কাউনিয়া শশ্মানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় ছাত্রলীগ নেতা মান্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে। মনা জানান, তারা নৌকার প্রার্থী খোকন সেরনয়িাবাতের নির্বাচনী কর্মী হিসাবে কাজ করছেন। এ কারনে তাদের ওপর হামলা এই চালানো হয়।