ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৫ মে) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রইজ আহম্মেদ মান্নাকে আহবায়ক, মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করে গত বছর জুনে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার কর্মীকে মারধরের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ১৩ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর পরপরই এ কমিটি বাতিল ঘোষণা করা হল