More

    বরগুনা পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা প্রতিনিধি :বর্তমান সময়ে ডিজিটাল আইনশৃঙ্খলা ও বরগুনা জেলায় পুলিশের সফলতা নিয়ে বরগুনার পুলিশ সুপার আব্দুস সালাম প্রেস ব্রিফিং করেছেন। বরগুনা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিকাল তিনটায় এই প্রেস ব্রিফিং করা হয়।

    পুলিশ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম বলেন, গত ২৪ এপ্রিল সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মিনারা বেগমের বাড়িতে ডাকাতি ঘটনায় বরগুনা জেলা পুলিশ মনিরুল ইসলাম ওরফে পোড়া মনির, মিলন শিকদার ওরফে অস্ত্র মনিরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতির উদ্ধারকৃত মালপত্র আদালতে সোপর্দ করা হয়েছে।

    এছাড়া গত ২ মে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়ায় হত‍্যাকান্ডের ঘটনায় এ পযর্ন্ত মূল আসামী আকাইদ হোসেন ঠান্ডা সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    এছাড়াও গত ৪ মে বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী রিপা আক্তার হত‍্যাকান্ড  ঘটনায় বরগুনা জেলা পুলিশ গোয়েন্দা সূত্র ও তথ‍্য প্রযুক্তির ব‍্যবহার করে মূল আসামী আলআমিন মৃধাকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে আলআমিন রিপা আক্তারকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত‍‍্যাকরে। ঘটনা সম্পর্কে তথ‍্য উৎঘটন করতে গিয়ে পুলিশ এই খুনের রহস‍্য উৎঘটন করতে সক্ষম হয়। মূলত আলআমিন রিপার মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার দৃশ্য দেখে ফেলার ঘটনাই রিপাকে হত‍্যা করে।

    এছাড়া তিনি বরগুনা জেলার আইন শৃংখলা পরিস্হিতি ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...