More

    ঝালকাঠিতে জেলা পর্যায়ে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের প্রস্তুতি কমিটির সভা

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ইং ২দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও জ্ঞান বিজ্ঞানীর উপর প্রতিযোগীতামূলক অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হবে। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্ভাব্য আগামী ৩০ ও ৩১ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন উদ্ভোধনী, বিজ্ঞান উদ্ভাবনী প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়ার অনুষ্ঠিত হবে।

    দ্বিতীয় দিন ইন্টানেটের আসক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে এবং একই দিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে। এ উপলক্ষ্যে একাধিক উপ—কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার, প্রেসক্লাব সাধারণ, কলেজ ও বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও বিভিন্ন বিজ্ঞান ক্লাবের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে এবং প্রদর্শনীতে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের অনুরোধ করা হয়েছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...