স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ প্রার্থীকে ৬৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে কয়েক দফায় এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আভিযানিক ম্যাজিস্ট্রেটরা হলেন এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ, মঈন উদ্দিন।
আদালত অর্থদণ্ড প্রাপ্ত কাউন্সিলরদের নাম তাৎক্ষণিক প্রকাশ করেননি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন উদ্দিন আহমেদ জানান, আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যারা আচরণবিধি লংঘন করেছে তাদের জরিমানা করা হয়েছে।