More

    মান্নাকে নিয়ে সেলফি ও গারদখানার ছবি ভাইরাল; ক্লোজড এসআই সাইদুল

    অবশ্যই পরুন

     

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সঙ্গে তোলা পুলিশ কর্মকর্তার হাসিমুখের সেলফি এবং মান্না ও তার সহযোগীদের সিসি ক্যামেরার বসে থাকার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আর নড়েচড়ে বসেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গারদ খানের সিসি ক্যামেরার ছবি ভাইরাল হওয়ার বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এছাড়াও সেলফি তোলার অভিযোগে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আসামিদের সঙ্গে সেলফি তোলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে এসআই সাইদুলকে ক্লোজ করা হয়। এছাড়া সিসিটিভি ক্যামেরার বিষয়টি তদন্ত করছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

    থানা থেকে সিসিটিভি ফুটেজ নেওয়ার বিষয়ে কেউ জানেন কি না জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, রাতে চাপে ছিলাম। তবে এখন যেহেতু তদন্ত হচ্ছে, কোনো দুর্বলতা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তাদের ছবি বাইরে যাওয়ার উপায় নেই। এরপরও যদি এমন হয় তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে ১৪ মে রোববার রাতে নগরীর বসেরহাট খোলা এলাকায় নৌকার মেয়র প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই রাতেই মামলা দায়েরের পর র‌্যাব ও পুলিশ রাইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...