More

    দুপুরে প্রার্থীর পক্ষে প্রস্তাবকারী হিসেবে ফরম জমা, বিকেলে মৃত্যু

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: দুপুরে মনোনয়নপত্র দাখিল বিকেলে প্রস্তাবকারীর মৃত্যু। ঘটনাটি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের।  প্রয়াত প্রস্তাবকারীর নাম এম এ জলিল (৭০)। মঙ্গলবার বিকেলে শেরে ই বাংলা মেডিকেলে মৃত্যু ঘটে তার। তিনি নগরীর ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আবদুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন।

    প্রয়াত এম এ জলিল নগরীর চৈতন্য মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি েএকই ওয়ার্ডের ক্ষিরোদ মুখার্জী লেনে বসবাস করতেন।

    কাউন্সিলর পদপ্রার্থী সাদি বলেন, নির্বাচনের মনোনয়ন ফরমে তার প্রার্থী হওয়ার প্রস্তাবকারী ছিলেন প্রবীণ এম এ জলিল। বেলা ১১টার দিকে তাকে নিয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বেলা ১২টার দিকে বাসায় ফিরে যান তিনি।

    “বিকাল ৪টার দিকে বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

    নগরীর ১৮ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়া সাদি বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...