স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি জেলার রাজাপুরে ১২ বছর বয়সী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে প্রধান আসামী মোঃ সাকিব (২২) কে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেফতার করেছে র্যাব।
এঘটনায় র্যাব ৮ আজ সকাল ১০ টায় বরিশাল সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে।
আসামী মোঃ সাকিব(২২), ঝালকাঠি জেলার রাজাপুর থানার বদনিকাঠি গ্রামের মৃত- নুরু মিয়ার ছেলে।
গত ০৫ মে সন্ধ্যায় “ভিকটিম”তার খালার বাড়ি হতে নিজ বাসায় ফিরতে ছিল। পথে রাজাপুর বাইপাস মোড় রাস্তা হতে মুখে গামছা বেধে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় লম্পট সাকিব(২২) । পরে জনৈক সাবু হাওলাদার এর বাগানের মধ্যে নিয়ে ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে আসে। ভিকটিমের পিতা তার মেয়ের নিকট হতে ঘটনার বিস্তারিত জানতে চায়। জিজ্ঞাসাবাদে তার মেয়ে জানায়, আসামী মোঃ সাকিব(২২) তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় গত ৬ মে ভিকটিম এর পিতা মোঃ সাকিব (২২) কে প্রধান আসামী করে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৪।
র্যাব-৮, সিপিএসসি বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
মামলার বিষয়টি আমলে নিয়ে বরিশাল র্যাব ৮ আসামীকে গ্রেফতার অভিযান শুরু করে।
পরে র্যাব-৮, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার এজাহারভুক্ত প্রধান ও একমাত্র আসামী মোঃ সাকিব(২২) আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর তেজগাও এলাকায় অবস্থান করছে। তাৎক্ষনিক র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে তেজগাও এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল (১৬ মে) দুপুর সাড়ে ৩ টায় আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হবে।