More

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

    অবশ্যই পরুন

    ঝালকাঠি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রধান বক্তা ছিলেন।

    অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মধুসহ বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, শেখ হাসিনা জীবনের ভয়ভীতি উপেক্ষা করে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আওয়ামীলীগের হাল ধরার জন্য বাংলাদেশে এসেছিলেন এবং তারই নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে একটি মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...