নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৮ মে ২০২৩
ঝালকাঠি পৌরসভা এলাকার মধ্যে সুগন্ধা নদীর সাথে
সংযোগকারী এক সময়ের প্রবাহমান ১১টি খাল এখন
বিলুপ্ত প্রায়। স্থানীয় প্রভাবশালীদের দখল, সাধারণ মানুষের
অনৈতিক ব্যবহার ও ঝালকাঠি পৌরসভা পরিচালনাকারী
জনপ্রতিনিধিদের ধারাবাহিক অবহেলার কারণে এখন এই
খালগুলি জেলা শহরের মরনফাদ হয়ে দাড়িয়েছে। বর্তমানে জেলা
প্রশাসকের কার্যালয়ের বাসভবনের পিছন থেকে বয়ে আসা
থানার খাল এবং পূর্ব চাঁদকাঠি খালটি কোনরকম মরেও
বেঁচে আছে। এই খালগুলিকে অন্যান্য খালগুলির মত
প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার কারণে এবং ঝালকাঠি
পৌরসভার খালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা ও তাদের
তদারকিতে না থাকায় এ খাল ২টিও একরকম মরে যেতে
বসেছে। সামান্য বৃষ্টি হলে পানি ড্রেন থেকে নিষ্কাষন
হতে না পেরে শহরের রাস্তাঘাট তলিয়ে কৃত্তিম বন্যার
পরিস্থিতির মত সৃষ্টি হয় এবং মানুষকে দুভোর্গ পোহাতে
হয়।
বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে
পূর্ব চাঁদকাঠি জেলেপাড়া সংলগ্ন এলাকায় আবর্জনা
হয়ে পানি নামতে বাধাগ্রস্থ হওয়ার কারণে এলাকার কতিপয়
বাসিন্দা নিজেরাই কোমড় বেধে বৃষ্টির মধ্যে খালের
আবর্জনা ও আগাছা পরিষ্কার করে খালের পানি নামানোর
প্রবাহকে সচল করে।