নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৮ মে ২০২৩\
ঝালকাঠি শিশু একাডেমি মিলনায়তনে প্রাক—প্রাথমিক
শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ করা হয়েছে। এই
কেন্দ্রের ৬০জন শিশুকেই নুতন পোষাক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে
শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেন।
এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা শিশু একাডেমির
শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন প্রধান
অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল
অফিসার মোঃ আল মামুন, প্রেস সাধারণ সম্পাদক মানিক
রায়, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান
মিজান, সাবেক উপ—আনুষ্ঠানিক জেলা কর্মকর্তা
সুবিমল হালদার। অন্যদের মধ্যে অভিভাবকদের পক্ষ থেকে সন্ধা
রানী মন্ডল বক্তব্য রাখেন।
ছবিঃ ঝালকাঠি শিশু একাডেমি প্রাক—প্রাথমিক শিশু
বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, ১৮/০৫/২০২৩।
ঝালকাঠি পৌরসভার অবহেলার কারণে