খান মনিরুজ্জামানঃ আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নগরীর পারায় মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে মসজিদ, মন্দীর সর্বমহলে হচ্ছে নির্বাচনী আলোচনা।
গতকাল ১৮ মে হয়েছে মনোনয়নপত্র বাছাই।
এবারের নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা ও বাতিল হয়েছে ৪ জনের মনোনয়োন।
তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত আপিল করতে পারবেন।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) , জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপন ও আলী হোসেন।
নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়নি। তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনায় রয়েছে বিধিনিষেধ।
তারপরেও বিভিন্ন অযুহাতে ভোটারদের দোরগোড়ায় যেতে ও প্রচারনা চালাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
আজ ১৯ মে শুক্রবার সরকারি বন্ধ থাকায় ও জুমার দিন হওয়ায় ভোটাররা এলাকায় বা বাড়িতে অবস্থান করেছিল। তাই মেয়র প্রার্থীরা নগরীর বিভিন্ন ওয়ার্ডের মসজিদ ও পাড়া মহল্লায় ভোটারদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করে সময় পার করেছেন।
আজ নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্(খোকন সেরনিয়াবাত) নেতাকর্মীদের নিয়ে নগরীর গোরস্থান মসজিদে জুমার নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে শাহান আরা আবদুল্লাহ্, সাবেক মেয়র শওকত হোসেন হিরন ও মান্নান দরবেশ’র রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ২৫ নং ওয়ার্ড রুপাতলী বাস স্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব মোবারক আলী মোল্লাবাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইন্জিনিয়র ইকবাল হোসেন তাপস নগরীর ৩নং ওয়ার্ড বায়তুল মোমেন জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
জাকের পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চু’ বেলা ১১ টার দিকে ২৯ নং ওয়ার্ডের নথুল্লাবাদ, লুৎফর রহমান সড়ক, ৩ নং ওয়ার্ডের মতাশার কলোনী,১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন এলাকায় গণসংযোগ করছেন। পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের খুতবা পূর্বে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন তার মায়ের অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছেন। রুপম তার মায়ের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলী হোসেন ২৯ নং ওয়ার্ডের কাশিপুর হাই স্কুল এলাকায় গণসংযোগ শেষে কাশীপুর হাইস্কুল সংলগ্ন মসজিদে জুমার নামজ শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন। পরে সন্ধায় ২৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় করছেন।
এছাড়াও ৩০ ওয়ার্ডের ১৭৩ জন কাউন্সিলর প্রার্থী নিজ এলাকায় গন সংযোগ করেছেন