নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, নলছিটিতে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে মালিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান।